ক্যাটাগরি: অর্থনীতি

কোটা আন্দোলন ঘিরে পতাকা বিক্রির ধুম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতকে ঘিরে পতাকা, টুপি, মাথা ও হাতের ব্যাজ বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিক্রেতারা বলছেন, চাহিদা বেশি থাকায় সরবরাহ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।

বুধবার (১০ জুলাই) শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে পতাকা গায়ে জড়িয়ে, কেউ মাথায় দিয়ে, কেউ বা পতাকাসম্বলিত টুপি পরে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় পতাকা সব ধরনের আন্দোলনকে উজ্জীবিত করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমরা যৌক্তিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছি। রক্ত দিয়ে স্বাধীন করা এ দেশে কোন বৈষম্যের ঠাঁই নেই। কোটা সংস্কার করে মেধার যথার্থ মূল্যায়ন করতে হবে।

শনির আখড়া থেকে এখানে পতাকা বিক্রি করতে আসা মো. ইউসুফ বলেন, ‘দিনে ১৫০০-২০০০ টাকা বিক্রি হয়। আজ সকাল থেকে ১০০০ টাকা বেচেছি। সারা দিনে চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হবে বলে আশা করছি।’

আরেক বিক্রেতা রবিউল বলেন, ‘১০০ পিচ আনছিলাম; প্রায় শেষ। ছোট ভাইকে ফোন দিছি; আরও আনতেছে।’

বড় পতাকা বিক্রি হচ্ছে ১০০টাকায়, আর মাঝারি সাইজের ৫০-৬০ টাকায়। ছোটা পতাকার দাম ৩০ টাকা। হাত কিংবা মাথায় দেয়া ব্যাজ বিক্রি হচ্ছে ২০ টাকায়। টুপির চাহিদা কিছুটা কম হলেও ১০০ টাকার ওপরে দাম চান বিক্রেতারা।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার