ক্যাটাগরি: আন্তর্জাতিক

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে

ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে। গত এক মাসে সর্বনিম্নে নেমেছে ভোজ্যতেলটির দাম। মজুদ বৃদ্ধির প্রত্যাশা ও আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামে নিম্নমুখিতা পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ৮৬ রিঙ্গিত বা ২ দশমিক ১৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৯৫৬ রিঙ্গিতে (৮৩৯ ডলার ৯২ সেন্ট)।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্য আজ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রয়টার্সের প্রযুক্তিগত বিশ্লেষক ওয়াং তাও জানান, পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার ২৭ রিঙ্গিতের রেকর্ড ভাঙতে পারে। আগামী দিনগুলোয় ভোজ্যতেলটির দাম ৩ হাজার ৯৫১ থেকে ৩ হাজার ৯৮৯ রিঙ্গিতের মধ্যে থাকতে পারে।

শেয়ার করুন:-
শেয়ার