ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৪৬৮ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৬৮ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৮ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দুই ৮ ঘণ্টা মিনিট পর অর্থাৎ বেলা ১২টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে।

এসময় শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২১৫ ও ১৯৫২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৬৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ কোম্পানির শেয়ারদর।

শেয়ার করুন:-
শেয়ার