মেট্রোসেমের নতুন চিফ বিজনেস অফিসার আসাদুল হক সুফিয়ানী

মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের চিফ বিজনেস অফিসার পদে যোগদান করেছেন আসাদুল হক সুফিয়ানী। এ উপলক্ষে সোমবার (৮ জুলাই) মেট্রোসেমের কর্পোরেট অফিসে এক স্বাগতম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. শহিদুল্লাহ, বোর্ড অব ডিরেক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগতম জানান।

অনুষ্ঠানে আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি বেশ প্রতিযোগিতাপূর্ণ। নতুন নতুন চ্যালেঞ্জ প্রতিনিয়ত আসছে। গতানুগতিক ধাঁরা থেকে বেড়িয়ে এসে নিত্য নতুন মার্কেটিং ও সেলস স্ট্র্যাটেজি প্রয়োগের মাধ্যমে মেট্রোসেম সিমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য।’

আসাদুল হক সুফিয়ানী বাংলাদেশের কর্পোরেটে অতি পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয়, বহুল পরিচিত ব্র্যান্ড এবং কোম্পানিতে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড, শুং শিং সিমেন্ট মিলস লিমিটেড, একটেল (বর্তমান রবি)। তিনি ইউনিভার্সিটি অব দিল্লী থেকে স্নাতক অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিঙ্কন থেকে স্নাতকোত্তর অর্জন করেন।

কাফি

শেয়ার করুন:-
FacebookFacebookXXWhatsappWhatsappFacebook MessengerFacebook MessengerTelegramTelegram
শেয়ার