ক্যাটাগরি: পুঁজিবাজার

ইউনিলিভারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৯৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ জুলাই) ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮৩ টাকা বা ২ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্টস, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, ফ্যামিলি টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

শেয়ার করুন:-
শেয়ার