লোহিত সাগরে ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে পণ্যবাহী জাহাজের রুট উত্তমাশা অন্তরীপের কাছাকাছি সমুদ্রে স্থানান্তর হওয়ায় সুয়েজ খালমুখী নৌপথটি প্রায় বন্ধ হয়ে গেছে। যার প্রভাবে কয়েক মাস ধরে পণ্যবাহী কনটেইনার ভাড়া ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
গবেষণা সংস্থা ড্রিউরির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৪০ ফুট (১২ দশমিক ১ মিটার) কনটেইনার ভাড়া গত ৪ জুলাইয়ে ৫ হাজার ৮৬৮ ডলারে উঠে আসে। সব মিলিয়ে গত ছয় মাসে ভাড়া বেড়েছে ১২০ শতাংশ।
৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে বিশ্ব কনটেইনার সূচক (ডব্লিউসিআই) ১০ শতাংশ বেড়েছে। সে সঙ্গে যে নাটকীয় পরিবর্তনটি ঘটেছে তা হলো গত বছরের একই সপ্তাহের তুলনায় ডব্লিউসিআই বেড়েছে ২৯৮ শতাংশ।
পণ্যবাহী জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ রুটে স্থানান্তর হওয়ায় ভ্রমণের সময় বেড়েছে ১০ থেকে ১৪ দিন। এছাড়া এ রুটের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজের ট্রানজিট বেড়েছে ১২৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হচ্ছে, সাংহাই-নিউইয়র্ক রুটে ৪০ ফুট কনটেইনারগুলোর জন্য ডব্লিউসিআই গত ছয় মাসে ১৩৭ শতাংশ বেড়ে ৯ হাজার ১৫৮ ডলার হয়েছে।
এমআই