ধাতুর বাজারে চাঙ্গা অ্যালুমিনিয়ামের দাম

ধাতুর বাজারে চাঙ্গা অ্যালুমিনিয়ামের দাম
ধাতুর বাজারে বাড়তির পথে রয়েছে অ্যালুমিনিয়ামের দাম। এ ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে দেড় বছরের সর্বোচ্চের কাছাকাছি উন্নীত হয়েছে। প্রতি টন অ্যালুমিনিয়াম দাম উঠেছে প্রায় ১ হাজার ৯২০ ডলারে। মূলত আন্তর্জাতিক বাজারে চাহিদা আগের তুলনায় বেড়ে যাওয়ায় ব্যবহারিক ধাতুর বাজারে অ্যালুমিনিয়ামের দাম ক্রমেই চাঙ্গা হতে শুরু করেছে। খবর মেটাল বুলেটিন ও বিজনেস রেকর্ডার।

এক মাস আগেও এলএমইতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৪০ ডলারের কাছাকাছি ছিল। গত ১৩ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ১ হাজার ৮৪১ ডলারে বিক্রি হয়। এরপর চাঙ্গা হতে শুরু করে অ্যালুমিনিয়ামের বাজার। ১৬ অক্টোবর ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৮৬৫ ডলার ৫০ সেন্টে ওঠে।

এর পর থেকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম অনেকটাই কমে আসে। ২৯ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৮৬ ডলারে বিক্রি হয়। তবে নভেম্বরের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি বিক্রি হয় টনপ্রতি ১ হাজার ৮৩৪ ডলার ৫০ সেন্টে। চলতি মাসে ক্রমেই চাঙ্গা হয়ে উঠেছে অ্যালুমিনিয়ামের দাম।

এলএমইতে ৩ নভেম্বর প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৮৯১ ডলারে বিক্রি হয়। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ৯ নভেম্বর এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৯০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৯১৮ ডলারে বিক্রি হয়েছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি