ক্যাটাগরি: জাতীয়

রিজার্ভের ঘাটতি মেটাতে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ রিজার্ভের ঘাটতি মেটাতে বেইজিংয়ের কাছে সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে নতুন ঘোষণা আসতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে কথাগুলো বলেন চীনের রাষ্ট্রদূত। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরসহ দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ রিজার্ভ-সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে।

প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে।’

তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নের বিষয়ে ইয়াও ওয়েনের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায়। এটি বাংলাদেশের নদী। তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। তিস্তা যেহেতু বাংলাদেশের নদী, তাই বাংলাদেশ তার অংশে যেকোনো প্রকল্প নিতে পারে। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সমীক্ষা করার কথা বলেছে। এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার