ক্যাটাগরি: পুঁজিবাজার

শেয়ারদর বেড়েছে ৪০ শতাংশ, কারণ জানে না ওয়াটা কেমিক্যালস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত একমাস একাধারে বেড়েই চলেছে কোম্পানিটির শেয়ারদর। এতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৪০ শতাংশের বেশি। তবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত এ কোম্পানির কাছে।

স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসই সূত্রে, গত ১৬ জুন ওয়াটা কেমিক্যালসের শেয়ারদর ছিলো ১১৩ টাকা ৬০ পয়সা। আর গত মঙ্গলবার (২ জুলাই) কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ২০ পয়সা।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার