ক্যাটাগরি: পুঁজিবাজার

এটলাস বাংলাদেশের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৯৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুলাই) এটলাস বাংলাদেশের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বাংলাদেশের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। আর ইউনিটদর ২ দশমিক ৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাপোলো ইস্পাত, সাইফ পাওয়ারটেক, সিকদার ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামি মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার