ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে চালু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টায় ২য় ইউনিট থেকে ৭৫৩ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করেছে।
একই সময় গত এক জুলাই চালু হওয়া প্রথম ইউনিট থেকে ৭৫৬ দশমিক ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাংলাদেশে আদানির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৮ জুন) কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওইদিন বেলা ১০টায় ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়।
পিডিবি সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। আস্তে আস্তে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু গত শুক্রবার সকাল পৌনে ১০টায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এমআই