ক্যাটাগরি: পুঁজিবাজার

বাজেটের পরের দিনে অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচকও

নানান জল্পনা কল্পনা শেষে গতকাল সোমবার নতুন অর্থবছরের বাজেট পাস হয়েছে। যা আজ থেকে কার্যকর। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০২ জুলাই ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৬ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ০১ পয়েন্ট কমে ১৯০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সূচক ও অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি পেলেও টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। আজ ডিএসইতে কোটি ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩টি কোম্পানির, বিপরীতে ১২৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার