লোকসান কমেছে বিআইএফসির

সমাপ্ত হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সোমবার (১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩ – মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩ – জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ০৯ পয়সা অর্থপ্রবাহ ছিল। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ৫৯ পয়সা অর্থপ্রবাহ ছিল।

গত ৩০ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৮৯ পয়সায়। গত বছর একই সময় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিলো ১০৮ টাকা ৪৪ পয়সা। সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৭৯ পয়সায়। গত বছর একই সময় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিলো ১১০ টাকা ২২ পয়সা।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার