নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত
নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। আর সেই পরীক্ষা সফলভাবে চালিয়েছে দেশটি। গতকাল শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এদিকে গতকাল শুক্রবার কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত ১৯ জন নিহত হয়েছে।

ভারতের কর্মকর্তাদের দাবি, গোলাগুলিতে তাদের পাঁচজন সামরিক সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আটজন নিহত হওয়ার কথা বলছে ভারতের সেনাসূত্র।

গতকাল উড়িষ্যার বালাসোর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লঞ্চার থেকে ছোড়ার উপযোগী। সেই লঞ্চারে ছয়টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়।

উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে দ্রুত শনাক্ত করে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের সময় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটির নকশা করা হয়েছে বলেও জানানো হয়। সূত্র : ওয়ানইন্ডিয়া

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া