ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হলেন শেলীনা নাসরীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ড. নাসরীনকে এ দায়িত্বে প্রদান করেন।

রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামের মেয়াদ গত ৩০শে জুন শেষ হওয়ায় আগামী ১ জুলাই থেকে এ পদে অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন দায়িত্বপালন করবেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ডিনের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকে এই ফ্যাকাল্টি ছিল। আমার অগ্রজরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। যিনি আজ ডিন হিসেবে দায়িত্ব শেষ করলেন তিনিও আমার শিক্ষক। আমি ১৯৯০-৯১ থেকে এই ফ্যাকাল্টির সাথে যুক্ত। এটা আমার খুবই পরিচিত, পছন্দের ক্ষেত্র। এখানে যেমন এনার্জেটিক নতুন শিক্ষক এসেছেন, তেমনি অভিজ্ঞ শিক্ষকরাও রয়েছেন। উভয়ের সমন্বয়ে এই ফ্যাকাল্টিকে আরো এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার