বিদায়ী সপ্তাহে (২৩ জুন-২৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৬৪টির শেয়ারদর কমেছে। এর মধ্যে টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১০১ টাকা ৯০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিংয়ের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩৪ শতাংশ। আর শেয়ারের দাম ১০ দশমিক ৪৯ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে সিলভা ফার্মা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শামপুর সুগার মিলসের ৯ দশমিক ১৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৬৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭ দশমিক ৪৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩২ শতাংশ, এসকে ট্রিমসের ৬ দশমিক ৫৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৪৭ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ার দর কমেছে।
কাফি