ক্যাটাগরি: পুঁজিবাজার

ওয়ালটনের শেয়ারদর বেড়েছে ৪৬ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৩ জুন-২৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৩০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ওয়ালটনের শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ৪৬ দশমিক ২০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৫২ টাকা ৫০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্যাাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ২০ শতাংশ। আর ৩৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে লিনডে বিডি।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ৩৩ দশমিক ৮২ শতাংশ, মনোস্পুল পেপারের ৩৩ দশমিক ৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩১ দশমিক ১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩০ দশমিক ৩৮ শতাংশ, ইউনিলিভার কনজিউমারের ২৭ দশমিক ০৩ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ২১ শতাংশ এবং রেনাটা লিমিটেডের ২৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার