সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। তাতে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৬০৫ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৯ কোটি ১২ লাখ ২৮ হাজার টাকা।
বুধবার ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫১টি কোম্পানির, বিপরীতে ৮৯ কোম্পানির দর কমেছে। আর ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি