বউবাজারে পণ্য কিনে খুশি নারীরা

বউবাজারে পণ্য কিনে খুশি নারীরা
সবাই নারী ক্রেতা, তবে বিক্রেতা পুরুষ। এ বাজারের নাম বউবাজার। সব বয়সের নারী স্বল্প দামে পছন্দের প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা করেন দিনাজপুর শহরের মালদহপট্টি সড়কে বসা বউবাজারে।

দিনাজপুর শহরের মালদহপট্টি সড়কের দু’পাশে ফুটপাতে দোকানদাররা পসরা সাজিয়ে বসেন। শাড়ি, কাটপিস, সালোয়ার, কামিজ, ওড়না, শিশুদের পোশাক, জুতা স্যান্ডেল, কসমেটিকসসহ সব ধরনের মেয়েদের জিনিস পাওয়া যায় এখানে। সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারীরা এখানে তাদের পছন্দের কাপড়সহ নানা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন।

একজন নারী ক্রেতা বলেন, ‘আমরা শুক্রবার আসি এখানে। অনেক ভালো জিনিস পাওয়া যায়। অল্প টাকায় হওয়ায় আমাদের জন্য সুবিধা হয়।’

কেনাকাটা নিয়ে সন্তুষ্ট দোকানদাররাও। দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দিনেশ আগরওয়াল বলেন, ‘এ বাজারে নারীরাই বাজার করেন। তাই এ বাজারের নামই হয়েছে বউবাজার। বিক্রি হচ্ছে ভালোই।’

নারীরা যাতে নিরাপদভাবে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে বলে জানালেন দোকান কর্মচারী ইউনিয়নের নেতা।

শহরের দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ২০১২ সাল থেকে মালদহপট্টি সড়কে প্রতি শুক্রবার বউবাজারে পসরা সাজিয়ে বসেন দুই শতাধিক দোকানদার।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি