ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রাইম ব্যাংকের ঋণমান প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং কোম্পানি অব বাংলাদেশ (ক্যাব) ব্যাংকটির ঋণমান নিরুপণ করেছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এটি করা হয়েছে। ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, স্বল্প মেয়াদে প্রাইম ব্যাংকের ঋণমান এসটি-১ আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ১। ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল।

আগামী বছরের (২০২৫) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, প্রাইম ব্যাংক পিএলসি ২০০০ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৩ দশমিক ২৩ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।

শেয়ার করুন:-
শেয়ার