ক্যাটাগরি: পুঁজিবাজার

ফার্স্ট ফাইন্যান্সের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৪১ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ কোটি ৯ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির পরিচালন লোকসান আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে হয়েছে ১১ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ কোটি ৭৬ লাখ টাকা।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৬ পয়সায়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার