প্রাথমিকের শিক্ষার্থীরা টিফিনে পাবে দুধ-কলা-ডিম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড–ডে মিল কর্মসূচি দুই বছর যাবত ধরে বন্ধ রয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের আগে বিস্কুট দেওয়া হতো। পরে সিদ্ধান্ত হয় দুপুরে ছাত্র-ছাত্রীদের জন্য খিচুরির ব্যবস্থা করা হবে। কিন্তু সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে রুটি, দুধ, কলা ও ডিম দেওয়া হবে।

বান্দরবান ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়েই চালু হবে মিড–ডে মিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিড–ডে মিলে বনরুটি, ডিম, কলা এবং স্থানীয় যে মৌসুমী ফল আছে সেগুলো পাবে।’

তিনি বলেন, একটা মডালিটিতে এটা পরিচালিত হবে। ধাপে ধাপে সকল উপজেলায় আমরা এই কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করব।

প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার ৩৭ লাখ শিক্ষার্থীকে মিড–ডে মিল দেওয়া হবে। প্রকল্পটির জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৫১ কোটি টাকা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার ১ হাজার ৯৫টি স্কুলে। এরপর ধাপে ধাপে সব উপজেলায় দেওয়া হবে এই খাবার।

শেয়ার করুন:-
শেয়ার