বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮।

রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

জানা যায়, বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি এবং ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd এই লিংকে প্রবেশ করে দেখতে বলা হয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার