ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ২২৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২০ জুন) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪২৪ টাকা ১০ পয়সা বা ৪৩ দশমিক ০৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। আর ৮ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়ালটন, জেমিনি সি ফুড, এপেক্স ফুডস, মনোস্পুল পেপার, মুন্নু এগ্রো, লিবরা ইনফিউশন এবং রেনাটা লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার