ক্যাটাগরি: পুঁজিবাজার

দুইদিনে প্রধান সূচক বেড়েছে ১২৬ পয়েন্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে দুইদিনে প্রধান সূচক বেড়েছে ১২৬ পয়েন্ট। পাশপাশি আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৪ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১১৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮টি কোম্পানির, বিপরীতে ৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার