বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনকে উদ্ধৃতি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহার ছুটির পাঁচদিনে সারাদেশে ৯৫টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৯২ জন নিহত ও ১০৪ জন আহত হয়েছেন।
বিআরটিএর ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, এসময়ে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, তারপরে সর্বোচ্চ ছিল ইজি বাইক দুর্ঘটনা।
আজ বুধবার (১৯ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এসব যানবাহন সড়কের শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত করছে। এসব যানবাহনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।
বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা উদ্যাপিত হয়। গত ১৩ জুন থেকে ঈদযাত্রীদের ভিড় শুরু হয়, কারণ তিন দিনের ঈদের ছুটির আগে গত ১৪-১৫ জুন দুদিন সাপ্তাহিক ছুটি ছিল।