সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ২৩২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ জুন) ডিএসইতে স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডে ইউনিটদর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ক্যাপিটেক মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, ওয়ালটন হাইটেক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড এবং অ্যারামিট সিমেন্ট।
এসএম