ক্যাটাগরি: খেলাধুলা

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ও ছক্কার নতুন বিশ্বরেকর্ড

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে গেছে আজ (সোমবার)। এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র ২৭ বলে সেঞ্চুরির নতুন এই বিশ্বরেকর্ড গড়েছেন। চারদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নামিবিয়ার ব্যাটার জ্যান-নিকোল লফটি, সেটিও ভেঙে গেল আজ।

যদিও সবমিলিয়ে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ আইপিএল আসরে এই ক্যারিবীয় ‘ইউনিভার্স বস’ মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। ফলে তার করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নেমে গেল দুই নম্বরে। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচটিতে এস্তোনিয়ার সাহিল চৌহান টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। মাত্র ৪১ বলে ১৪৪ রানের ইনিংসে তিনি ছয় হাঁকিয়েছেন ১৮টি।

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছয় ছিল ১৬টি। যৌথভাবে ওই রেকর্ডটি আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে ছিল। তাদের রেকর্ড ভাঙার ম্যাচে সাহিল ব্যাট করেছেন ৩৫১.২১ স্ট্রাইকরেটে।

শেয়ার করুন:-
শেয়ার