ক্যাটাগরি: জাতীয়

কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

ছয় ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারনের কাজ।

সোমবার (১৭ জুন) সকাল থেকে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগভর্তি করে রাখেন অনেকেই।

দুপুরে দুই সিটির মেয়র বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ। রাত ৮টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:-
শেয়ার