ক্যাটাগরি: খেলাধুলা

সিঙ্গাপুরকে ৭ গোলে হারিয়ে শূভ সূচনা বাংলাদেশের

একই সঙ্গে সিঙ্গাপুরে হচ্ছে এএইচএফ কাপ জুনিয়র হকির ছেলে ও মেয়েদের প্রতিযোগিতা। শনিবার বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করেছেন।

রোববার ছেলেরাও করেছে উড়ন্ত সূচনা। স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে ৭-০ গোলে।

বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ৪-০ ব্যবধানে এগিয়ে মধ্যবিরতিতে যাওয়ার আগে স্কোর করে ৫-০। তৃতীয় কোয়ার্টারে ২ গোল করতে পারলেও শেষ কোয়ার্টারে কোনো গোল যোগ করতে পারেনি। ফলে বাংলাদেশ মাঠ ছাড়ে ৭-০ গোলের জয় নিয়ে।

৭ গোলের পাঁচটিই করেছেন আমিরুল ইসলাম। অন্য দুই গোল করেছেন রকিবুল ও জয়। ম্যাচসেরা হয়েছেন আমিরুল ইসলাম। ছেলেরা পরের ম্যাচ খেলবে সোমবার শ্রীলংকার বিপক্ষে।

শেয়ার করুন:-
শেয়ার