পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫ কোটি টাকা মূলধন বাড়াবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, বর্তমানে আল-আমিন কেমিক্যালের পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। ২৫ কোটি টাকা মূলধন বৃদ্ধির পর এর পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত হবে। ইস্যুর অনুমোদন পাওয়া প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
২০২২ সালে ওটিসি মার্কেটের কোম্পানি আল-আমিন কেমিক্যালের মালিকানা কিনে নেন ক্রিকেটার সাকিব-আল হাসান ও পুঁজিবাজারের বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান। কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর তথ্যানুসারে বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ শেয়ার রয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছে।
এমআই