ক্যাটাগরি: জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় তিন কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। যার ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে প্রতিদিনই টোল আদায়ের পরিমাণ বাড়ছে।

শুক্রবার (১৪ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এই সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটির বেশি টাকা।

আহসানুল কবীর পাভেল বলেন, কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপভ্যান ও যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়েছে। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। তবে সেতু এলাকায় কোথাও জট নেই। স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হয়েছে।

গত ২৪ ঘন্টায় সেতুতে পারাপার হওয়া প‌রিবহনের মধ্যে যাত্রী বাসের সংখ‌্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০টি। এ ছাড়া ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮‍টি ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি।

শেয়ার করুন:-
শেয়ার