পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ফলে ১৪ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এসময়ে পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান জানান, পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের মতামতের ভিত্তিতে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভোমরা শুল্প স্টেশনে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর সঙ্গে ১৪ জুন ও ২১ জুন শুক্রবার সরকারি ছুটি হওয়ায় টানা আট দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।
এদিকে, ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতেও ইমিগ্রেশন সেন্টার খোলা থাকবে। এ সময়ে পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।