ক্যাটাগরি: পুঁজিবাজার

ঈদের আগে নেতিবাচক শেয়ারবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ জুন থেকে ১৩ জুন) গড় লেনদেন ১৬ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি এ সময় ডিএসইর মূলধন কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। সেই সঙ্গে কমেছে ডিএসইর সবকটি সূচক।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৪৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ৬৪ শতাংশ বা ৭৫ কোটি ১৫ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৫৯৩ কোটি ৮৫ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ১ দশমিক ৯৯ শতাংশ বা ১২ হাজার ৮৮৪ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৮২ কোটি ২৭ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ২৫৮ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩৭৫ কোটি ৭৫ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে ডিএসইর সবকটি সূচকও কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১১৯ দশমিক ৫১ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩৬ দশমিক ০৯ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ২৮ দশমিক ৭০ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৩২৩টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চিটাগং স্টক একচেঞ্জে নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারটিতে লেনদেন কমেছে ৬৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৪২৩ টাকা। আলোচ্য সপ্তাহে একচেঞ্জটিতে সবগুলো সূচক কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৪৬টির এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার