ক্যাটাগরি: সারাদেশ

দেড়শ টন খাদ্য নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ

কক্সবাজার থেকে দেড়শ টন খাদ্যসামগ্রী ও আটকে পড়া দেড় শতাধিক মানুষ নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে এমবি বারো আউলিয়া নামে একটি জাহাজ। শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৫ টন খাদ্যসামগ্রী ও কোরবানির জন্য ৫টি গরু পাঠানো হচ্ছে। এছাড়াও ৩০০ প্যাকেট শুকনো খাবার, চিকিৎসা সামগ্রী ও তিনজন মিডওয়াইফ দ্বীপটিতে পাঠানো হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের খাদ্যপণ্যসহ প্রায় দেড়শ টন খাদ্যপণ্য যাচ্ছে। এতে আশা করছি দ্বীপের মানুষের এক মাস পর্যন্ত চলবে।

এফবি বারো আউলিয়া জাহাজের পরিচালক হোসাইন মোহাম্মদ বাহাদুর বলেন, মিয়ানমার থেকে গুলি বর্ষণের কারণে সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বসবাসরত ১০ হাজারের বেশি মানুষের মাঝে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দুপুর ২টার দিকে জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

চট্টগ্রামে সিটি কলেজের ছাত্র সেন্ট মার্টিনের বাসিন্দা সাইফুর রহমান জানান, গত ঈদের পর এবার তিনি বাড়ি যাচ্ছেন। সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র নৌরুটে মিয়ানমারের গোলাগুলি স্থানীয় বাসিন্দাদের জীবনে খুবই প্রভাব ফেলছে। কারণ সেন্ট মার্টিনের মানুষদের নিত্যপণ্যের জন্য শতভাগ টেকনাফের ওপরে নির্ভর করতে হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার