ক্যাটাগরি: জাতীয়

সদরঘাটে বিআইডব্লিউটিএ’র অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা হকারমুক্ত রাখতে, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা, যাত্রী হয়রানী বন্ধ করার মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, আইডল/অননুমোদিত বার্দিং বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা সকলকে নিয়ে একযোগে কাজ করছি।

এ সময় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় এমভি মানিক -৯ (রেলিং না থাকায়) দুই হাজার টাকা, বাগেরহাট- ২ (অবৈধ বার্দিং) পাঁচ হাজার টাকা, রাজারহাট -বি (রেলিং না থাকায়) তিন হাজার টাকা ও রাজদূত প্রাইম (রেলিং না থাকায়) তিন হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিআডব্লিউটিএ এর কর্মকর্তাবৃন্দ, নৌপুলিশ ও আনসার সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার