ক্যাটাগরি: জাতীয়

এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ গমনে আগামী দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। চার মোবাইল অপারেটরের ১৫২ কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের মামলায় তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞার আদেশ দেন। এর আগে গত ১১ জুন এনবিআরের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।

আজ দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেন।

দুদকের আইনজীবী আরও বলেন, আদালতের আদেশের পর ওয়াহিদা রহমান চৌধুরী যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়ে রাষ্ট্রর আর্থিক ক্ষতি করায় বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১১ জুন দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১-এ মামলা দায়ের করেন সহকারী পরিচালক শাহ আলম শেখ।

মামলার এজাহারে বলা হয়, তিনি চারটি মোবাইল অপারেটর কোম্পানির মধ্যে গ্রামীণফোন লিমিটেডের ছয়টি নথিতে ৫৮ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার ৬৯৭ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সাতটি নথিতে ৫৭ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৫১ টাকা, রবি আজিয়াটার ১৪ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৬৮৮ টাকা এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৫২ টাকাসহ মোট ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার