সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১১৩টির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের।
বৃহস্পতিবার (১৩ জুন) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৮ শতাংশ। পাশাপাশি ২ দশমিক ৯৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শ্যামপুর সুগার মিলস, এফএএস ফাইন্যান্স, লাভেলো আইসক্রিম, পিপলস লিজিং, সোনালী আঁশ, ই-জেনারেশন, আমান কটন।
কাফি