ক্যাটাগরি: পুঁজিবাজার

ঈদে ৫ দিনের ছুটিতে পুঁজিবাজার

ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এসময় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে প্রধান পুঁজিবাজার ডিএসই ও অপর স্টক এক্সচেঞ্জ সিএসইর লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

তথ‍্য মতে, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার