ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত), ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা ২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। তিন বর্ষে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।
ফলাফলে দেখা গেছে, ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, www.iau.edu.bd -তে পাওয়া যাবে।
ফাজিলের তিনটি বর্ষের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, যা চলে এপ্রিল পর্যন্ত। দেশের আট বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী তিন বর্ষের পরীক্ষায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।