ক্যাটাগরি: আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে তামার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯১ ডলারে। এলএমইতে তামার এমন দাম গত ২৩ এপ্রিলের পর সর্বনিম্ন।

এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৫৩১ ডলারে নেমেছে। দস্তার দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৮২ ডলার। সিসার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ১৭৮ ডলারে নেমেছে। টিনের দাম কমেছে দশমিক ২ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩১ হাজার ৯৩৫ ডলারে। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে ১৭ হাজার ৮১০ ডলারে নেমেছে।

শেয়ার করুন:-
শেয়ার