আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯১ ডলারে। এলএমইতে তামার এমন দাম গত ২৩ এপ্রিলের পর সর্বনিম্ন।
এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৫৩১ ডলারে নেমেছে। দস্তার দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৮২ ডলার। সিসার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ২ হাজার ১৭৮ ডলারে নেমেছে। টিনের দাম কমেছে দশমিক ২ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩১ হাজার ৯৩৫ ডলারে। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে ১৭ হাজার ৮১০ ডলারে নেমেছে।