পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির উৎপাদন মিলগুলো বন্ধের দুই মাস পরে ফের খোলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে উৎপাদন মিলগুলো খোলা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে কোম্পানিটি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি । কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি। এর পর চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে।
এসএম