ক্যাটাগরি: আন্তর্জাতিক

মে মাসে রাশিয়ার জ্বালানি তেল রফতানি ৬ মাসে সর্বনিম্ন

রাশিয়া মে মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি এর আগের মাসের তুলনায় ১০ শতাংশ কমেছে। এ সময় দেশটি দৈনিক ৩৫ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে, এপ্রিলে যা ছিল দৈনিক ৩৯ লাখ ১০ হাজার ব্যারেল। গত বছরের মে মাসে রাশিয়া দৈনিক ৩৫ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছিল।

ইউক্রেনে আক্রমণের আগে পশ্চিমা দেশগুলোয় সবচেয়ে বেশি জ্বালানি তেল রফতানি করত রাশিয়া। কিন্তু ২০২২ সালে যুদ্ধ শুরুর পর দৃশ্যপটে বড় পরিবর্তন আসে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সেসব দেশে জ্বালানি তেল বিক্রি কমিয়েছে রাশিয়া। ক্ষেত্র বিশেষে বন্ধ করে দেয়া হয়েছে। বিকল্প হিসেবে এশিয়ার বাজারকে বেছে নিয়েছে রাশিয়ার রফতানিকারকরা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভারতের জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে। চলতি বছরের এপ্রিলেও এশিয়ার এ দেশ রাশিয়া থেকে রেকর্ড দৈনিক ২১ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল।

তবে মে মাসে আমদানি কমেছে। এ সময় দেশটি দৈনিক ১৬ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে, যা গত তিন মাসে সর্বনিম্ন। রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে দ্বিতীয় অবস্থান চীনের। মে মাসে রাশিয়া থেকে দেশটির জ্বালানি তেল আমদানি এর আগের মাসের তুলনায় দৈনিক প্রায় এক লাখ ব্যারেল কমে ১১ লাখ ৩০ হাজারে নেমে এসেছে। দেশের শোধনাগারের রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে আমদানি কমেছে।

অন্যদিকে মে মাসে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলজাত পণ্যের রফতানি এর আগের মাসের তুলনায় বেড়েছে। এ সময় সমুদ্রপথে দেশটি দৈনিক ২১ লাখ ৩০ হাজার ব্যারেল ডিজেল, জ্বালানি তেল, ন্যাফথা ও অন্যান্য পরিশোধিত জ্বালানিপণ্য রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ৩ শতাংশ বেশি। যদিও গত জানুয়ারি থেকে এ পরিমাণ দৈনিক ৫ লাখ ব্যারেল কম।

এদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি গ্রীষ্মে জ্বালানির চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় বিশ্বব্যাপী এটির দাম বেড়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ব্যারেলে ২৮ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৯ ডলার ৯০ সেন্টে। গতকাল মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৭৫ ডলার ৮৯ সেন্টে।

শেয়ার করুন:-
শেয়ার