ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। কাল বুধবার (১২ জুন) থেকে ঈদযাত্রা শুরু হবে। এ দিন থেকে ঈদের আগের দিন ১৬ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত মানবে ট্রেনগুলো। শিডিউল বিপর্যয় নিরসনে এ সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় আরও রয়েছে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।
টিকিট ইস্যু প্রসঙ্গে বলা হয়, কাল থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর ও জয়দেবপুরগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআই