ফল পুনঃনিরীক্ষণে মাদ্রাসা বোর্ডে পাস ১৪৪, নতুন জিপিএ-৫ ৪৯

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। সেই ফল আজ মঙ্গলবার (১১ জুন) প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ১৪৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।

বোর্ড সূত্র জানিয়েছে, গত ১২ মে দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সন্তুষ্ট নয় এমন ২৬ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। তারা মোট ৪৮ হাজার ৫৮১টি উত্তরপত্র চ্যালেঞ্জ করেছিল।

পুনঃনিরীক্ষণের আবেদন করাদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৩৮২ জনের। তাদের মধ্যে ১৪৪ জন ফেল থেকে পাস করেছে এবং ৪৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ১২৫ জনের। ২২ জন ফেল করে ফল চ্যালেঞ্জ করলেও পাস করতে পারেনি।

চলতি বছর দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৪ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ১২ মে প্রকাশিত ফলে তাদের মধ্যে পাস করে ২ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। আর জিপিএ-৫ পায় ১৪ হাজার ২০৬ জন।

পুনঃনিরীক্ষণে নতুন করে ৪৯ জন জিপিএ-৫ পাওয়ায় তা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৫৫ জন। আর উত্তীর্ণ শিক্ষার্থী বেড়ে দাঁড়াল ২ লাখ ২৬ হাজার ৮৯৮ জনে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার