সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ৩৪৩টির দর কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে কে অ্যান্ড কিউয়ের বাংলাদেশ লিমিটেডের। সোমবার (১০ জুন) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। আর ৪ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।
আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইফিউশনের ২ দশমিক ৯৯ শতাংশ, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৯৯ শতাংশ, উসমানিয়া গ্লাসের ২ দশমিক ৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ দশমিক ৯৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৯৯ শতাংশ, মুন্নু সিরামিকের ২ দশমিক ৯৯ শতাংশ এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের ২ দশমিক ৯৯ শতাংশ দর কমেছে।
কাফি