ক্যাটাগরি: জাতীয়

ইতা‌লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত র‌কিবুল হক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হককে ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়েছে সরকার। পেশাদার এ কূটনী‌তিক বর্তমান রাষ্ট্রদূত মো. ম‌নিরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হবেন। রোববার (৯ জুন ) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের পেশাদার কূটনীতিক র‌কিবুল হক ২০২১ সাল থে‌কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌ছেন। এর আগে তি‌নি নয়া দি‌ল্লির বাংলাদেশ মিশনে উপ-হাইক‌মিশনার ছিলেন।

কূটনী‌তিক র‌কিবুল হক ইসলামাবাদ, হেগ এবং নিউইয়র্কে বাংলাদেশের মিশনে (স্থায়ী মিশন, জাতিসংঘ) বি‌ভিন্ন পদে দা‌য়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে বাংলাদেশের মিশনে দা‌য়িত্ব পালনকালে র‌কিবুল হক লিঙ্গ, মানবাধিকার, স্বাস্থ্য, যুব এবং শিশুদের সামাজিক সমস্যার ম‌তো বিষয়গু‌লোতে গুরত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া তার সভাপ‌তিত্বে বাংলাদেশের স্বাক্ষরিত শা‌ন্তির সংস্কৃতি বিষয়ক রেজুলেশনসহ জাতিসংঘ সাধারণ পরিষদের কয়েকটি প্রস্তাব পাস হয়।

র‌কিবুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরত্বপূর্ণ পদে কাজ করেছেন। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার