ক্যাটাগরি: আন্তর্জাতিক

ভারতে রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস

ভারতে ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে (এপ্রিল-মার্চ) রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে দেশটিতে গমের ফলন ভালো হতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।

প্রতিবেদনে এফএএস জানায়, চলতি বছরের এপ্রিল থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত ভারতে ১১ কোটি ৪০ লাখ টন গম উৎপাদিত হতে পারে, যা গত বছর থেকে ৩ দশমিক ৬ শতাংশ এবং গত উৎপাদন মৌসুম থেকে প্রায় ১০ শতাংশ বেশি। এর আগে গত বছর দেশটিতে ১১ কোটি টন এবং ২০২২-২৩ উৎপাদন মৌসুমে ১০ কোটি ৪০ লাখ টন গম উৎপাদিত হয়েছিল।

এফএএস আরো জানায়, মাটির আর্দ্রতা পর্যাপ্ত হওয়ায় সময়মতো রোপণ এবং অধিক সময়জুড়ে শীতকাল থাকায় কীটপতঙ্গ এবং রোগের প্রকোপ কম হবে। ফলে গত দুই বছরের তুলনায় বেশি গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।

এফএএস ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে ভুট্টা ও ধানের উৎপাদনও আগের তুলনায় কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে। এ সময় দেশটিতে যথাক্রমে ৩ কোটি ৭৫ লাখ টন ভুট্টা এবং ১৩ কোটি ৮০ লাখ টন ধান উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার