ক্যাটাগরি: পুঁজিবাজার

সর্বোচ্চ দর হারালো তিন কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে তিন কোম্পানির। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া দর কমার সর্বনিম্ন সীমা স্পর্শ করেছে তালিকাভুক্ত এ তিন কোম্পানি। আগের কার্যদিবসের তুলনায় এদিন কোম্পানি তিনটির ৩ শতাংশ করে দর কমেছে।

কোম্পানি তিনটি হলো- এস্কয়ার নিট কম্পোজিট, ন্যাশনাল পলিমার এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার টপটেন লুজার বা সর্বোচ্চ দর কমার ১০ কোম্পানির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্সটাইলের ২ দশমিক ৯৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৯ শতাংশ, এডভেন্ট ফার্মার ২ দশমিক ৯৯ শতাংশ, ইউনিক হোটেলের ২ দশমিক ৯৯ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ২ দশমিক ৯৯ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির ২ দমমিক ৯৯ শতাংশ দর কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার