ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৯ জুন) ডিএসইতে ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, এম.এল ডায়িং, জেমিনি সি ফুড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার